আপনার মন খুশীতে ভরে দেবার জন্য এই একটি হাদিস যথেষ্ট

আপনার কি মন খারাপ ?
আপনার মন খুশীতে ভরে দেবার জন্য এই একটি হাদিস কি যথেষ্ট নয় ?
আয়েশা রা. আনহা বলেন, একবার নবী করীম সা. কে প্রফুল্লময় দেখে বললাম, ‘হে রাসূল (স), আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন।’
– আল্লাহর রাসূল (স) বললেন, ‘হে আল্লাহ, আপনি তার পূর্বের ও পরের, প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দিন।’
এ কথা শুনে আয়েশা রা. দারুন খুশি হয়েছিলেন এমনকি অতি উৎফুল্লতায় তার মাথা কোল পর্যন্ত অবনত হয়ে পড়েছিল। তা দেখে রাসূল সা. বললেন, ‘আমার এই দোয়া শুনে তুমি অত্যন্ত খুশি হয়েছো ?’
– আয়েশা রা. বললেন, ‘আপনার এই দোয়া শুনে খুশি না হয়ে পারা যায়!’
– তখন নবীজী (স) বললেন, ‘আল্লাহর শপথ! প্রত্যেক নামাযের সময় আমার উম্মতের জন্য আমি এই দোয়া করে থাকি।’
তথ্যসূত্রঃ ইবনে হিব্বান, হাদিস নং ৭১১১।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"এক নজরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির" "Bangladesh Islami Chhatrashibir at a Glance"

ড্রাফটিং Drafting LLB Fainal 8th part

একজন আলেমের পদস্খলন- একটি জনগোষ্ঠীর অধঃপতন