পোস্টগুলি

নভেম্বর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আপনার মন খুশীতে ভরে দেবার জন্য এই একটি হাদিস যথেষ্ট

ছবি
আপনার কি মন খারাপ ? আপনার মন খুশীতে ভরে দেবার জন্য এই একটি হাদিস কি যথেষ্ট নয় ? আয়েশা রা. আনহা বলেন, একবার নবী করীম সা. কে প্রফুল্লময় দেখে বললাম, ‘হে রাসূল (স), আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন।’ – আল্লাহর রাসূল (স) বললেন, ‘হে আল্লাহ, আপনি তার পূর্বের ও পরের, প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দিন।’ এ কথা শুনে আয়েশা রা. দারুন খুশি হয়েছিলেন এমনকি অতি উৎফুল্লতায় তার মাথা কোল পর্যন্ত অবনত হয়ে পড়েছিল। তা দেখে রাসূল সা. বললেন, ‘আমার এই দোয়া শুনে তুমি অত্যন্ত খুশি হয়েছো ?’ – আয়েশা রা. বললেন, ‘আপনার এই দোয়া শুনে খুশি না হয়ে পারা যায়!’ – তখন নবীজী (স) বললেন, ‘আল্লাহর শপথ! প্রত্যেক নামাযের সময় আমার উম্মতের জন্য আমি এই দোয়া করে থাকি।’ তথ্যসূত্রঃ ইবনে হিব্বান, হাদিস নং ৭১১১।

একজন আলেমের পদস্খলন- একটি জনগোষ্ঠীর অধঃপতন

ছবি
একজন আলেমের পদস্খলন- একটি জনগোষ্ঠীর অধঃপতন وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَـكِنَّهُ أَخْلَدَ إِلَى الأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِن تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَث ذَّلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُواْ بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে। [ সুরা আরাফ ৭:১৭৬ ] এই আয়াতের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসীরের বর্ণনাঃ এই আয়াতে বনী ইসরাইলের বড় একজন আলেমের চরিত্র বর্ণনা করা হয়েছে। তার নাম ছিল বালআম ইবনে বাউর। সে ইসমে আযম জানত। আল্লাহ তায়ালা তাঁকে স্বীয় নিদর্শনাবলী ও কারামাত দান করেছিলেন। সে কোন দোয়া করলে কবুল করা হত। আল্লাহর নবী হযরত মসা (আঃ) দ্বীনের দাওয়াতী ...

ইসলামে ভ্রমণের গুরুত্ব

ইসলামে ভ্রমণের গুরুত্ব -সাইফুল ইসলাম মিঠু পাঠক, আপনাকে ভ্রমণের প্রতি উৎসাহিত করে তোলা-ই আমার এ লেখার মূল উদ্দেশ্য। প্রত্যেক মানুষ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক তথা কর্মজীবনের দায়দায়িত্ব পালন করতে গিয়ে বেশ ক্লান্ত, শ্রান্ত ও অবসাদগ্রস্থ হয়ে পড়েন। ঠিক তখনই মানসিক প্রশান্তির পাশাপাশি আল্লাহর সৃষ্টি অবলোকন করার মানসে মানুষ চাই কোথাও না কোথাও ঘুরে বেড়াতে। দেখতে চাই আল্লাহর সৃষ্টি নির্দশন। এছাড়াও বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ কুরআনের অনেক স্থানে মানুষকে তার সৃষ্টি ঘুরে ঘুরে দেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন- আল্লাহ বলেছেনঃ قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ - অর্থাৎ ‘(হে রাসূল) আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম ’ (সুরা আনকাবুত : আয়াত ২০) আল্লাহ আরও বলেছেনঃ قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُواْ فِي الأَرْضِ فَانْظُرُواْ كَيْفَ كَانَ ع...

"এক নজরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির" "Bangladesh Islami Chhatrashibir at a Glance"

ছবি
"এক নজরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির" "Bangladesh Islami Chhatrashibir at a Glance" (By - Fakhruddin Ahmed Rokan) # পরিচিতিঃ নাম – বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির । ভিশন – “সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী” । লক্ষ্য ও উদ্দেশ্য - আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন । কর্মসুচী – ৫ টি ১) দাওয়াতঃ তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা । ২) সংগঠনঃ যে সব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা । ৩) প্রশিক্ষণঃ এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা । ৪) ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যাঃ আদর্শ নাগরিক তৈরীর...