বিজ্ঞ জেলা ও দায়রা আদালত , ফরিদপুর ফৌজদারী মিসকেস নং - ২৫ / ২০১২ সূত্র : ভাঙ্গা থানার মামলা নং ১৫ ( ৫ )/ ২০১২ ধারা : ৩৯৫ পিনালকোড , ১৮৬০ । বিষয় : ফৌজদারী কার্যবিধি , ১৮৯৮ এর ৪৯৮ ধারা মতে জামিনে মুক্তির আবেদন প্রসঙ্গে । আব্দুল আওয়াল পিতা - সানাউল্লাহ গ্রাম : সদরদী থানা : ভাঙ্গা জেলা : ফরিদপুর । আসামী ও দরখাস্তকারী । বনাম রাষ্ট্র দরখাস্ত আসামী পক্ষের বিনীত প্রার্থনা এই যে , ১ ) দরখাস্তকারী আসামীকে সূত্রে বর্ণিত মোকদ্দমায় তদন্তকারী কর্মকর্তা বিগত ২৫ / ০৭ / ২০১৫ ইং তারিখে গ্রেফতার করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করেন । ২ ) ২৫ / ০৭ / ২০১৫ ইং তারিখে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্তকারীর পক্ষে জামিনের আবেদন করা হয় । বিজ্ঞ আদালত যুক্তিযুক্ত কারণ উল্লেখ না করেই জামিনের আবেদন না মঞ্জুর করত : আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন । দরখাস্তকারী আসামী ম্যাজিস্ট্রেটের উক্ত আদেশের প্রেক্ষিতে বিজ্ঞ অত্র আদালতে নিম্নবর্ণিত হেতুবাদে জামিনের প্রার্থনা করছেন । হেতুবাদ ১ ) দরখাস্তকারী আসামী সম...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন