শুধুমাত্র দুই মেয়ে থাকলে সম্পত্তি বন্টনের নিয়ম

কোন ব্যক্তি যদি শুধুমাত্র ২জন কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করে তবে উক্ত মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে তার ওয়ারিশদের মধ্যে বন্টন হবে? ধরা যাক, মৃত ব্যক্তির ওয়ারিশ গনের মধ্যে আছে স্ত্রী, ২ কন্যা ও ১ ভাই এবং মোট সম্পত্তি ১০০ শতক। মৃত ব্যক্তির স্ত্রীর যদি কোন সন্তান থাকে তাহলে উক্ত স্ত্রী স্বামীর সম্পত্তি ১/৮ অংশ পাবে। অর্থাৎ ১০০ শতক জমির ৮ ভাগের ১ ভাগ পাবে স্ত্রী। ১০০/ ৮= ১২.৫ শতক। দুই কন্যা কি পরিমাণ সম্পত্তি পাবে? কোন ব্যক্তি যদি শুধুমাত্র ২ জন কন্যা সন্তান থাকে তাহলে উক্ত কন্যা সন্তানের প্রত্যেকেই পিতার মোট সম্পত্তির ১/৩ অংশের মালিক হবে। অর্থাৎ পিতার মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ করে দুই কন্যাই পাবে। অতএব, ১০০/ ৩ = ৩৩.৩৩ শতক প্রত্যেক কন্যা পাবে। এখন জানা যাক মৃত ব্যক্তির ভাই কত অংশ পাবে? মোট সম্পত্তি ১০০ শতক এর মধ্যে- স্ত্রী———১২.৫ শতক ১ম কন্যা—-৩৩.৩৩ শতক ২য় কন্যা—-৩৩.৩৩ শতক = ৭৯.১৬ শতক অবশিষ্ঠ সম্পত্তি ১০০-৭৯.১৬ =২০.৮৪ শতক ভাই পাবে।